Apps

Picture

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের কে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার, টাঙ্গাইল

Picture

 

কনস্টেবল পদ থেকে নায়েক পদে, কনস্টেবল/নায়েক পদ থেকে এএসআই(নিরস্ত্র) পদে, কনস্টেবল পদ থেকে এটিএসআই পদে, এএসআই (নিরস্ত্র) পদ থেকে এসআই (নিরস্ত্র) পদে, এএসআই (সশস্ত্র) পদ থেকে এসআই (সশস্ত্র) পদে এবং এসআই (সশস্ত্র) পদ থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত ১০ জন পুলিশ সদস্যদের কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের তার উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সহিত পালনের নির্দেশ প্রদান করেন।

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.