টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ফতেপুরে এসো কর্ম করি স্থানীয় সামাজিক সংগঠন এর আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খান আহমেদ শুভ এমপি মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল-০৭ আসন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার মহোদয় মাদকের কুফল সম্পর্কে বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি।