Apps

Picture

ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে চুরি ঘটনায় ডিবি, টাঙ্গাইল কর্তৃক চোরচক্রের ০৭ সদস্য গ্রেফতার ও ১২ টি চোরাই ল্যাপটপ উদ্ধার

Picture

 

 
 
গত ২২/১২/২০২২ খ্রিঃ বিকাল ইইতে ২৬/১২/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের চার তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর কক্ষ হইতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ল্যাবে থাকা ১৬ টি ল্যাপটপ এবং ল্যাপটপের আনুসঙ্গিক মালামাল যাহার আনুমানিক মূল্য=৮,০০,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে মধুপুর থানার মামলা নং-১৬, তারিখ-২৬-১২-২০২২, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু হয়।
চুরি মামলার ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য ডিবি, টাঙ্গাইলের একটি চৌকস টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে। চুরির ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক ০১। মোঃ রেজাউল করিম (২১), পিতা- মোঃ লাল মিয়া ৥ লাল, স্থায়ী: গ্রাম- ভুটিয়া, থানা- মধুপুর, টাঙ্গাইল, কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হতে ০৫/০৩/২০২৩ খ্রিঃ রাত ০০:২০ ঘটিকায় গ্রেফতার করা হয়। ধৃত আসামী দেওয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকা হতে ০২। ওমর সানি (২৫), পিতা- মতিউর রহমান ও ০৩। আবু সাইদ(২২), পিতা- হাবিবুর রহমান উভয় স্থায়ী: গ্রাম- বোকাইনগর নয়াপাড়া, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ দ্বয়কে ময়মনসিংহ গৌরীপুর থানা এলাকা হতে ০৫/০৩/২০২৩ খ্রিঃ রাত ০৩:০০ ঘটিকায় গ্রেফতার করা হয়। উল্লেখিত ধৃত আসামীদের দেওয়া তথ্য মতে ০৪। মুক্তার হোসেন (২৪), পিতা- আব্দুল হাই স্থায়ী: গ্রাম-উখারিয়াবাড়ী, থানা- ধনাবাড়ি, ০৫। মোঃ ইমরান (১৯), পিতা- আবু বক্কর সিদ্দিক ও ০৬। মোঃ খায়রুল ইসলাম (১৯), পিতা- লোকমান হোসেন উভয় স্থায়ী: গ্রাম-মমিনপুর কাউচিবাজার, ০৭। মোঃ শরীফ ৥ শুভ (২০), পিতা- মনোয়ার হোসেন, স্থায়ী: গ্রাম-শোলাকুড়ি কুরালিয়া, উভয় থানা- মধুপুর, জেলা- টাঙ্গাইলগণকে মধপুর ও ধনবাড়ি থানা বিভিন্ন এলাকায় হইতে ০৫/০৩/২০২৩ খ্রিঃ সকাল ০৯:১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের মধ্য হতে রেজাউল করিম (০১) এর হেফাজত হতে ০৬টি, ওমর সানি (২৫) এর হেফাজত হতে ০২টি, আবু সাইদ (২২) হেফাজত হতে ০১ টি, ইমরান হেফাজত হতে ০১ টি, খায়রুল এর হেফাজত হতে ০১ টি, মুক্তার এর হেফাজত হতে ০১টি চোরাই ল্যাপটপ উদ্ধারসহ সর্বমোট=১২ টি ল্যাপটপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উপরোক্ত আসামীদেরকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ০৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। চুরি সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও চুরিকৃত অন্যান্য মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.