ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম নের্তৃত্বে এসআই/মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভূয়াপুর থানাধীন কয়ড়া পশ্চিম পাড়া এলাকা হইতে ৭০ পিচ টাঙ্গাইলের তাতের শাড়ী উদ্ধার পূর্বক (যাহার আনুমানিক মূল্য-১,২৬,০০০/-) ০১ জন আসামী (ভূয়া মেজর পরিচয়দানকারী) কে গ্রেফতার করিতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করিলে উক্ত আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে দেলদুয়ার থানার মামলা নং-০১ তারিখ-০৩-০৫-২০২০ খ্রিঃ ধারা-১৭০/৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হয়েছে।