Apps

Picture

চুরিকৃত গরু অভিনব কায়দায় কাভার্ড ভ্যান বহনকালে চোর চক্রের সদস্যদের আটক করেন পুলিশ

Picture

 

টাঙ্গাইল জেলার মধুপুর থানার  পৌরসভা এলাকায় বরাবরের মতই রাত্রীকালীন টহল ডিউটিতে ছিলেন থানা পুলিশের একটি টিম । আনুমানিক সময় ভোর ৪:০০ দিকে জামালপুর রোড এর দিক থেকে মধুপুর আনারস চত্ত্বর হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। পুলিশের টহল টিমের সন্দেহ হলে কাভার্ড ভ্যানে চালকে গাড়ি থামনের জন্য সিগন্যাল দেওয়া হলে, চালক আরোও দ্রত গতিতে গাড়ি চালাতে থাকে। পুলিশের সন্দেহ প্রবল হওয়ায় এক পর্যায়ে কাভার্ড ভ্যানের সামনে দিকে টহল টিমের গাড়ি ঠেকিয়ে জানতে চাওয়া হয় কি মাল আছে গাড়িতে। কাভার্ড ভ্যানের চালক এবং হেলপার কোন সদুত্তর না দিয়ে গাড়ি ঝুকিপূর্ণ ভাবে টান দিয়ে চলে যায় জলছত্রের দিকে। তৎক্ষনিক গাড়ি পিছু নেয় পুলিশ দল,সামনের টিমকে জানানো হয় কাভার্ড ভ্যানের নম্বর এবং গাড়িটির পূর্ণ বর্ণনা। অবশেষে ধাওয়ার এক পর্যায়ে টেলকি বাজার পার হয়ে কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায় ড্রাইভার এবং হেলপার। পরে কাভার্ড ভ্যানের তালা ভেঙ্গে  উদ্ধার করা হয় ০১ টি বিদেশী প্রজাতির বাছুর সহ গরু এবং চোর চক্রের তিনজন সদস্যকে  যারা কাভার্ড ভ্যানের ভিতরেই অবস্থানরত ছিলো।
গরুটির প্রকৃত মালিক খোঁজসহ, কাভার্ড ভ্যানের মালিক এবং পলাতক চোর চক্রের গ্রেফতার করা জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.