টাঙ্গাইল জেলার পুৃৃলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম মহোদয়ের নির্দেশনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম সাহেবের নেতৃত্বে এস আই আনিসুর রহমানসহ সঙ্গীয় অফিসার-ফোর্স ভূঞাপুর থানাধীন বানিয়াবাড়ী গ্রাম হইতে কুখ্যাত ডাকাত ১। মোঃ আলম ডাকাত@জাহাঙ্গীর আলম (৩৬)কে তাহার নিজ বাড়ি হইতে ৭০(সত্তর) পিছ ইয়াবাসহ ইং ০৩/০৬/২০২০ তারিখ রাত্রী ০১.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। কুখ্যাত আলম ডাকাত ০৭ টি মামলার ফেরারী আসামী। তার নামে বিজ্ঞ আদালতের একাধিক গ্রেফতারী পরোয়ানাও রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে ভূঞাপুর থানার মামলা নং- ০১ তাং- ০৩/০৬/২০২০ ধারা - ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)টেবিল ১০(ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।