Apps

Picture

ডিবি (উত্তর), টাঙ্গাইল কর্তৃক ২৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Picture

 

জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর),টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে এসআই/মোঃ হাবিব আল নোমান সঙ্গীয় এএসআই/ মোঃ হারুন অর রশিদ, এএসআই/ ফারুক হোসেন, এএসআই/ রতন হোসেন, কং/১০৬৬ মোঃ সোহাগ হোসেন, কং/১৯৩১ মোঃ সোহাগ চৌধুরী এবং কং/১১২৮ মোঃ ইয়াসিন আলী দের মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে মির্জাপুর থানাধীন ওয়ারশি পশ্চিমপাড়া এলাকা হইতে ২৫০ গ্রাম গাঁজা (যাহার আনুমানিক মূল্য = ৫,০০০/-টাকা) উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.