জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে এসআই/ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় এসআই/ জীবন কুমার বিশ্বশর্মা, এএসআই/ মোঃ দেলোয়ার হোসেন, কং/৫৭৫ নূর মোহাম্মদ, কং/১৭৩৪ মোঃ কামরুজ্জামান, কং/১৪৪২ মোঃ মাসুদ রানা দের মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে কালিহাতি থানাধীন মীর হামজানী এলাকা হইতে ১০০ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য = ৩০,০০০/- টাকা) উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।