জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম এর নের্তৃত্বে এসআই/ মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় এসআই/ মোঃ ওবায়দুর রহমান, কং/শাহিবুল ইসলাম, কং/জামাল মিয়া, কং/মেহেরুলদের মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল সদর থানাধীন রূপসীযাত্রা এলাকা হইতে ১৫০ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য = ৪৫,০০০/-টাকা) উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।