Apps

Picture

ডিবি (উত্তর), টাঙ্গাইল এর বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Picture

 

জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে এসআই/ মোঃ নুরুজ্জামান সঙ্গীয় এসআই/প্রকাশ চন্দ্র সরকার, এসআই/ মোঃ কামাল হোসেন, এএসআই/মোঃ আবু হাশেম, এএসআই/ সুমন চৌধুরী, কং/৬৯১ মোঃ ফয়জুর রহমান, কং/৭৫৮ মোঃ মফিজুর রহমান, কং/১১২৬ মোঃ ইমরুল হাসান দের মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে মির্জাপুর থানাধীন গোড়াই মোমিননগর এলাকা হইতে ২০ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য = ৬,০০০/-টাকা) উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.