জেলা গোয়েন্দা শাখা ডিবি(উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে এসআই/ মোঃ নুরুজ্জামান সঙ্গীয় এএসআই/ সুমন চৌধুরী, এএসআই/ মোঃ আবু হাশেম, কং/৬৯১ মোঃ ফয়জুর রহমান, কং/৭৫৮ মোঃ মফিজুর রহমান, কং/১১২৬ মোঃ ইমরুল হাসান এবং নারী কং/৩৫৪ রিক্তা আক্তার দের বিশেষ অভিযান পরিচালনাকালে ঘাটাইল থানাধীন কাজলা বাজারের “সুমাইয়া মেডিকেল হল” নামক দোকান হইতে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষুধ উদ্ধারসহ ০১ জন ঔষুধ বিক্রেতা গ্রেফতার।