Apps

Picture

টাঙ্গাইলের মধুপুরে ককটেল ফাটিয়ে সিনেমাটিক কায়দায় ডাকাতি মামলার ১০ জন আসামী গ্রেফতার এবং ৮ টি স্বর্ণ রাখার ট্রে ও ২ ভরি ১৩ আনা স্বর্ণ উদ্ধার

Picture

 

গত ০৬-০১-২০২০ তারিখ মধুপুর পৌরসভাধীন রেখা জুয়েলার্স এ একদল ডাকাত ককটেল ফাটিয়ে সিনেমাটিক কায়দায় ডাকাতি করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এই সংক্রান্তে মধুপুর থানার মামলা নং-০৬ তারিখ-০৭-০১-২০২০ ধারা-৩৯৫ পেনাল কোড তৎসহ বিস্ফোরক আইনের ৩/৪ ধারা রুজু হয়।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল এর নের্তৃত্বে অফিসার ইনচার্জ মধুপুর থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তাসহ থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় অভিযান পরিচালনা করে ডাকাতদলের ১০ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতদের নিকট থেকে ৮ টি স্বর্ণ রাখার ট্রে ও ২ ভরি ১৩ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত আসামীদের ০৬ জন বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.