জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম এর নের্তৃত্বে এসআই/ মোঃ ওবাইদুর রহমান সঙ্গীয় এসআই/ মোঃ জাহাঙ্গীর আলম, কং/ মোঃ মেহেরুল ইসলাম, কং/ মোঃ জামাল উদ্দিন এবং কং/ মোঃ আজাহারুল ইসলামদের বিশেষ অভিযান পরিচালনাকালে দেলদুয়ার থানাধীন নান্দুরিয়া মোড় এলাকা হইতে ৫০০ টাকার জাল নোট ০৪ টি (৫০০X৪=২০০০/-) উদ্ধারসহ ০১ জন গ্রেফতার।