Apps

Picture

ডিবি (দক্ষিন), টাঙ্গাইল এর বিশেষ অভিযানে জাল টাকার নোট উদ্ধারসহ ০১ জন গ্রেফতার

Picture

 

জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম এর নের্তৃত্বে এসআই/ মোঃ ওবাইদুর রহমান সঙ্গীয় এসআই/ মোঃ জাহাঙ্গীর আলম, কং/ মোঃ মেহেরুল ইসলাম, কং/ মোঃ জামাল উদ্দিন এবং কং/ মোঃ আজাহারুল ইসলামদের বিশেষ অভিযান পরিচালনাকালে দেলদুয়ার থানাধীন নান্দুরিয়া মোড় এলাকা হইতে ৫০০ টাকার জাল নোট ০৪ টি (৫০০X৪=২০০০/-) উদ্ধারসহ ০১ জন গ্রেফতার।

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.