Apps

Picture

টাঙ্গাইলের মির্জাপুরে আবু সাইদ@নুরু মাস্টার হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

Picture

 

গত ০৭-০৬-২০১৬ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় মির্জাপুর থানাধীন বেলতৈল সাকিনস্থ ডিসিস্টের বসত ঘরের খাটের উপর আবু সাইদ@নুরু মাস্টার কে অজ্ঞাতনামা আসামীরা হত্যা করিয়া ফেলিয়া যায়। এই সংক্রান্তে মির্জাপুর থানার মামলা নং-০৪, তারিখ-০৯-০৬-২০১৬ ধারা-৪০২/৩৮২/৩০২ পেনাল কোড রুজু হয়।

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম উক্ত ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিন), টাঙ্গাইল এর উপর তদন্তভার প্রদান করেন। অফিসার ইনচার্জ ডিবি( দক্ষিন) জনাব শ্যামল কুমার দত্ত পিপিএম এর সার্বিক দিক-নিদের্শনায় এসআই/ কমল সরকার নেতৃত্বে এসআই/মোঃ ওবাইদুর রহমান,এসআই/ মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই/ মুন্জুরল ইসলাম ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তদন্তে প্রাপ্ত হাজতী আসামী মোঃ আনোয়ার হোসেন ৥বাবু শেখ (৪৪) কে বিজ্ঞ আদালতের আদেশ এর প্রেক্ষিতে পুলিশ রিমান্ডে আনিয়া নিবিড় জিজ্ঞাসাবাদে মামলার মূল রহস্য উদঘাটন করতে সমর্থ হয়। রিমান্ডকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে উক্ত আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে নিজের দোষ করিয়া, স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করায় বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.