Apps

Picture

ডিবি (উত্তর), টাঙ্গাইল কর্তৃক একাধিক মাদকবিরোধী অভিযানে ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Picture

 

জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন এর দিক নির্দেশনায় আজ ০৯ মে, ২০২১ খ্রিস্টাব্দ তারিখে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন এলেঙ্গা পৌরসভা এলাকায় এবং একই থানাধীন দেউপুর এলাকায় ০২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৪০ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা এবং ৫২ পিস ইয়াবা উদ্ধার করার পাশাপাশি এলেঙ্গা হইতে ০৩ জন এবং দেউপুর হইতে ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ৪,২০,৬০০/- টাকা।
এলেঙ্গা পৌরসভা এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই মোঃ নুরুজ্জামান এবং দেউপুর এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই মোঃ আবু সিদ্দিক।
 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.