জনাব সঞ্জিত কুমার রায়, বিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল এর সার্বিক তত্ত্বাবধানে এবং মোঃ দেলওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), টাঙ্গাইল এর নির্দেশনায় গ্রেফতার হয়েছে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের ০২ জন সদস্য। উদ্ধার হয়েছে আনুমানিক ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার লুন্ঠিত মালামাল। দুর্ধর্ষ এই ডাকাত দলটি মির্জাপুর থানার মামলা নং-০৬, তারিখ ১২-০৪-২০২১ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পিসি এর ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ০৭ জন সদস্যের সমন্বয়ে গঠিত এই দলের ০৫ জন সদস্য ইতোমধ্যে গ্রেফতারকৃত এবং তারা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
তথ্য-প্রযুক্তির সহায়তায়, অক্লান্ত পরিশ্রম করে এবং বিচক্ষণতার সাথে অভিযান পরিচালনা করে ০৭ জন ডাকাত কে ঝালকাঠি, রাজবাড়ী, ঢাকা এবং গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এসআই/ মোঃ আহসানুজ্জামান এর নেতৃত্বে এসব অভিযানে অংশ নেন এসআই মোঃ জাহাঙ্গীর আলম-১ সহ টাঙ্গাইল জেলা পুলিশের একাধিক সদস্য।