জেলা পুলিশের ইতিহাস
বৃহত্তর টাঙ্গাইল জেলা ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে টাঙ্গাইল জেলা ১৩ পৃথক জেলায় ভাগ হলে থানাগুলো ভাগ হয়ে পড়ে।। ০৬ টি পুলিশ সার্কেল অফিস এবং ১৩ টি থানা নিয়ে টাঙ্গাইল জেলা, জেলা পুলিশ গঠিত। থানাগুলো হল সদর থানা , নাগরপুর থানা, দেলদুয়ার থানা ,মির্জাপুর থানা, বাসাইল থানা, সখিপুর থানা, কালিহাতী থানা , ঘাটাইল থানা, ভূয়াপুর থানা , ধনবাড়ী থানা, গোপালপুর থানা , মধুপুর থানা ,বঙ্গবন্ধুসেতু পূর্ব থানা । ১৯৭১ সালে টাঙ্গাইল পুলিশ বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা ৩১জন পুলিশ সদস্য শহীদ হয়। তাদের মধ্যে চারজন সাবইন্সপেক্টর, তিন জন উপসহকারী সাব ইন্সপেক্টর এবং চব্বিশ জন কনস্টেবল ছিল।