গত ০৫/০৮/২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১১:৩০ ঘটিকার সময় টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন উত্তর ধলাপাড়া সাকিনস্থ জনৈক মোঃ মোবারক আলীর ছেলে লিয়ন (০৭) বড়শি দিয়ে মাছ ধরার জন্য নিজ বাড়ির পশ্চিম পাশে বংশাই নদীতে যায়। লিয়ন বাড়িতে ফিরে না আসায় তার বাবা, মা এবং পাড়া প্রতিবেশীসহ পরিবারের লোকজন খোঁজাখুজি এক পর্যায় বংশাই নদীর পাড়ে জঙ্গলের ভিতরে অনুমান বিকাল ০৩:১৮ ঘটিকায় লিয়ন এর লাশ পাওয়া যায়।
উক্ত ঘটনার বিষয়টি চাঞ্চল্যকর হওয়ার কারনে টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম মহোদয়ের সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সপার (ডিএসবি) জনাব মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল জনাব সোহেল রানা দিক- নিদের্শনায় এবং মোঃ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), টাঙ্গাইল এর নেতৃত্বে এসআই/ রিপন কুমার দাস, এসআই/ মোঃ জাহাঙ্গীর আলম-১, এসআই/ মোঃ জাহাঙ্গীর আলম-২, এসআই/ মোঃ আহসানুজ্জামান, এসআই/ মোঃ আব্দুল মমিন পিপিএম এবং সঙ্গীয় ফোর্সদের নিরলস প্রচেষ্টা ও তথ্য প্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারী সনাক্ত পূর্বক গ্রেফতার করেন। শিশু লিয়ন হত্যার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে, উক্ত আসামী ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।