মির্জাপুর থানার মামলা নং-০৫ তারিখ ০১-০৯-২০২১ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড। টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন) এর অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন এর নের্তৃত্বে এসআই/মোঃ শফিকুল ইসলাম, এসআই/প্রকাশ চন্দ্র সরকার, এসআই/আজিজুল ইসলাম, এএসআই/ছামান মিয়া, কনস্টেবল/বসুদেব চন্দ্র বর্মন, কনস্টেবল/নজরুল ইসলাম এবং কনস্টেবল রফিকদের অভিযান পরিচালনাকালে মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ০১ জন আসামীকে গ্রেফতার করতে সমর্থ হয় এবং আসামীর দেওয়া তথ্য মতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ৪০,০০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন, কোনাবাড়ী থানা এলাকা হতে অপর আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামীর নিকট হতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ২০,০০০/- টাকা উদ্ধার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ০৪/০৯/২০২১ খ্রিঃ তারিখ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীদ্বয় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবান্দবন্দি প্রদান করেন। ডিবি (দক্ষিন), টাঙ্গাইলের অক্লান্ত পরিশ্রমে উক্ত ক্লুলেস ডাকাতি মামলাটির মূল রহস্য ঘটনার ৭২ ঘন্টার মধ্যে উদঘাটন করা সম্ভব হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে।