Apps

Picture

পুলিশ সুপার, টাঙ্গাইল এর ব্যক্তিগত মোবাইলে ফোন করে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী পরিচয় প্রদানকারী নারী প্রতারক গ্রেফতার

Picture

 

বিগত ০৭/১১/২০২১ খ্রিঃ তারিখ ১১.০৭ ঘঠিকার সময় পুলিশ সুপার, টাঙ্গাইল এর ব্যক্তিগত মোবাইলে ফোন করে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী পরিচয় দিয়ে মোঃ রিফাত নামে এক ব্যক্তিকে পুলিশ কনস্টবল পদে চাকরি প্রদানের অনুরোধ করেন। এর কিছুক্ষন পর বেলা ১১.২৬ টায় একই ফোন নম্বর থেকে উক্ত রুমা আক্তার মোঃ রিফাতের পূর্ন নাম-ঠিকানা এসএমএস করেন। একইদিন ১১.৪৭ ঘটিকায় রুমা আক্তার তৃতীয় বারের মতো ফোন করলে তার কথাবার্তা সন্দেহজনক মনে হয়। কারণ বর্তমান পদ্ধতিতে পুলিশে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত যা সম্পর্কে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য অবগত আছে। পুলিশ সুপার মহোদয় বিষয়টি অফিসার ইন-চার্জ, টাঙ্গাইল সদর থানাকে খতিয়ে দেখতে নির্দেশ দেন। পরবর্তীতে অভিযুক্ত রুমা আক্তার কে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার সাভার থানাধীন লুটেরচর এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করেন টাঙ্গাইল জেলা পুলিশের চৌকস টিম। অভিযুক্ত রুমা আক্তার কে ইতোপূর্বেও একই ধরনের ঘটনা ঘটিয়েছেন (টাঙ্গাইল সদর থানার মামলা নং-১৫, তারিখ-১৬/০৬/২০২০ খ্রিঃ ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে)। অভিযুক্ত রুমা আক্তারের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি (১টি এ্যাপল, ১টি স্যামসাং ও ১টি সিম্ফনী ব্যান্ডের) ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্ত টাঙ্গাইল সদর থানার মামলা নং-০৭, তারিখ-১৩/১১/২০২১ খ্রি, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩/২৪ রুজু হয়েছে।

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.