টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মাদ রিজাউল হক এর দিক নির্দেশনায় ও দেওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ, এসআই/মোঃ আইয়ুব খান এর নের্তৃত্বে সঙ্গীয় এএসআই/মোঃ এরশাদ আলী, এএসআই/ মোঃ সোহেল রানা, কনস্টেবল/ শিপন রানা, কনস্টেবল/ আব্দুর রাজ্জাক, কনস্টেবল/গোলাম মোস্তফা, কনস্টেবল/ মোঃ আব্দুল জলিল, এবং কনস্টেবল/ আনোয়ার পারভেজ দের থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে মির্জাপুর থানাধীন হাটুভাংগা এলাকা হইতে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা। উল্লেখিত বিষয়ে মির্জাপুর থানায় মাদক মামলার ব্যবস্থা প্রক্রিয়াধীন।