Apps

Picture

পরকীয়ার কারণে স্ত্রী কর্তৃক স্বামী হত্যার রহস্য উদঘাটন সহ ০৩ জন আসামী গ্রেফতার করলো ডিবি (উত্তর), টাঙ্গাইল।

Picture

 

 
 
বিগত ২৪ ডিসেম্বর, ২০২১ খ্রিঃ তারিখ বঙ্গবন্ধুসেতু পূর্ব থানাধীন সল্লা সাকিনস্থ ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ১৩-১৪ নং ব্রীজের মাঝামাঝি মহাসড়ক হতে অনুমান ৭০ গজ দক্ষিণে পুকুর পাড়ে কলা বাগানের ভিতরে ডিসিস্ড ইমান হোসেন (২৬) কে অজ্ঞাতনামা আসামীরা হত্যা করে ফেলে যায়। এই সংক্রান্তে ডিসিস্ডের বাবা মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার মামলা নং-০১, তারিখ ২৬/১২/২০২১ ধারা-৩০২/২০১/৩৪/৩৭৯ পেনাল কোড রুজু করেন।
 
উক্ত হত্যার মামলার ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ার কারনে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, জনাব সরকার মোহাম্মদ কায়সার উক্ত ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), টাঙ্গাইল এর উপর তদন্তভার প্রদান করেন। অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), টাঙ্গাইল মোঃ হেলাল উদ্দিন এর সার্বিক দিক-নিদের্শনায় এসআই/ মোঃ জাহাঙ্গীর আলম নেতৃত্বে সঙ্গীয় এসআই/ মোঃ আহাসনুজ্জামান, এসআই/ আবু সিদ্দিক, এসআই/ মোঃ আবেদ আলী, এএসআই/ মোঃ সৈয়দ হোসেন, কনস্টেবল/ মোঃ ফরিদুজ্জামান, কনস্টেবল/ মোঃ মামুন হোসেন, কনস্টেবল/ মোঃ সাজু মিয়া এবং নারী কনস্টেবল/ রিক্তা আক্তার গণদের একটি চৌকস টিম নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার রহস্য উদঘাটন করে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের অবস্থান সনাক্ত পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে থেকে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামীগণ ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আসামীগণকে পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়।
 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.