Apps

Picture

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতি কালে ০৯ জন কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার।

Picture

 

টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলম চাঁদ সাহেবের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ মজিবর রহমান এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই/(নিঃ) মোঃ আবুল বাশার মোল্লা, এসআই(নিঃ)/ মোঃ শাহজাহান খান, এসআই(নিঃ)/মোঃ আবু সাইদ, এএসআই(নিঃ)/মনিরুজ্জামান, কনস্টেবল/ মোঃ মাহমুদুল হাসান, কনস্টেবল/ মোঃ মুনসুর, কনস্টেবল/ মোঃ দেলোয়ার, কনস্টেবল/ মোঃ ফয়েজুর রহমান, কনস্টেবল/ মোঃ মাসুম, কনস্টেবল/মোঃ রুমান মিয়া, কনস্টেবল/ মোঃ আরিফ সহ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ইং ১০/০২/২০২২ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় মির্জাপুর থানাধীন পুষ্টকামুরী মাঝিপাড়া সাকিনস্থ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হইতে অনুমান ২০০ গজ উত্তর দিকে কাঠ বাগানের ভিতর হইতে ০৯ জন কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে ১। তিনটি স্ট্রীলের চাপাতি, ২। একটি স্ট্রীলের ছোরা, ৩। একটি স্ট্রীলের চাকু, ৪। একটি লোহার সাবল, ৫। একটি লোহার রড, ৬। একটি X9 ভাঙ্গা সীম বিহীন বাটন মোবাইল ফোন, ৭। একটি গ্যাস লাইট, ৮। একটি রশি উদ্ধার করা হয়। ধৃত আসামী নাম- ১. মোঃ ভজন(২৬), পিতা-মোঃ সাহেব আলী , গ্রাম-পুষ্টকামুরী (সওদাগরপাড়া) , ২. মোঃ জুয়েল (২৬), পিতা-মৃত লুৎফর রহমান, গ্রাম-পুষ্টকামুরী (সওদাগরপাড়া) , ৩. মোঃ সুমন মিয়া(২৫), পিতা-মৃত জোয়াহের মিয়া , গ্রাম-পুষ্টকামুরী (সওদাগরপাড়া), ৪. মোঃ সোহেল(২৪), পিতা-মঞ্জু সওদাগর , গ্রাম-পুষ্টকামুরী (সওদাগরপাড়া) , ৫. মোঃ টিপু সওদাগর(২৮), পিতা-মোঃ জাহাঙ্গীর, গ্রাম-পুষ্টকামুরী (সওদাগর পাড়া), ৬. মোঃ নাজমুল হোসেন(২৫), পিতা-শওকত মিয়া, গ্রাম-মীর দেওহাটা, ৭. রানা @ রাজিব আহম্মেদ(২৫), পিতা-আব্দুস সবুর মিয়া, গ্রাম- তরফপুর (ধোপাপাড়া), ৮. লিটন(৩২), পিতা-আলমগীর, গ্রাম-গোড়াইল, ৯. আঃ রউফ @ রুবেল(২৯), পিতা-আনোয়ার হোসেন, মাতা-ছালেহা বেগম , গ্রাম-ডৌহাতলী, সর্ব থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইলদের গ্রেফতার পূর্বক এজাহার দায়ের করিলে মির্জাপুর থানার মামলা নং-১৯, তারিখ- ১১/০২/২০২২ ইং, ধারাঃ ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয় এবং আসামীদের ০৭ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রকাশ থাকে যে, ধৃত আসামীদের বিরুদ্ধে অত্র থানায় একাধিক মামলা রহিয়াছে। উক্ত মামলাটি তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/ মোঃ শাহজাহান খান।

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.