Apps

Picture

ভৌগলিক পরিচিতি

Picture

ভৌগলিক পরিচিতি

                                                            টাঙ্গাইল জেলা

.

আয়তন

:

৩৪১৩.৬৮ বর্গ কিমি:

.

আবাদী অনাবাদী জমি

:

১৮১১.১৮ বর্গ কি:মি:

.

বনভূমি

:

৫০৯.৮১ বর্গ কি:মি

4.

চতুর্সীমা

:

উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা জেলা মানিকগঞ্জ জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা।

5.

সংসদীয় এলাকার সংখ্যা নাম

 

:

০৮টি; মধুপুর-ধনবাড়ী-০১, গোপালপুর-ভূঞাপুর-০২,

ঘাটাইল-০৩, কালিহাতী-০৪, টাঙ্গাইল-০৫, দেলদুয়ার-

নাগরপুর-০৬, মির্জাপুর-০৭ সখিপুর-বাসাইল-০৮।

6.

উপজেলার সংখ্যা নাম

:

১২টি; টাঙ্গাইল সদর,মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল,

কালিহাতী, দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর, সখিপুর,

বাসাইল ধনবাড়ী।

7.

পৌরসভার সংখ্যা

:

১১টি; টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর,

ঘাটাইল, কালিহাতী, মির্জাপুর, সখিপুর, বাসাইল এলেঙ্গা।

8.

থানার সংখ্যা নাম

:

১৪ টি;  টাঙ্গাইল সদর, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর,

ঘাটাইল, কালিহাতী, দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর, সখিপুর,

বাসাইল, যমুনা সেতু পূর্ব হাইওয়ে থানা।

09.

পুলিশ ফাঁড়ি

:

০৮টি।

0.

মোট ইউনিয়ন পরিষদ / ইউডিসির সংখ্যা

:

১১৮টি

১১.

পিডিসির সংখ্যা

:

১১টি।

১২.

মোট মৌজার সংখ্যা

:

১৮৫৫ টি।

১৩.

গ্রামের সংখ্যা

:

২৪২৯ টি।

১৪.

মহল্লার সংখ্যা

:

২৩৯ টি

১৫.

ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা

:

১০১টি।

১৬.

জনসংখ্যা

:

৪০,০৫,০৮৩ জন

পুরুষ-১৯,৫৭,৩৭০ জন

মহিলা-২০,৪৭,৭১৩ জন

মুসলমান-৩৬,৮২,৫৯৬ জন

খ্রিষ্টান-২৪,১২৫ জন

হিন্দু-,৯৬,২৩৭ জন

বৌদ্ধ-১০০ জন

অন্যান্য-,০২৫ জন।

১৭.

জনসংখ্যার ঘনত্ব

:

১০৫৬ প্রতি বর্গ কি:মি:

১৮.

ভোটার সংখ্যা

:

২৫,১৫,৩২৭ জন

পুরুষ-১২,৪৬,১৫৮ জন, মহিলা-১২,৬৯,১৬৯ জন

 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.