Apps

Picture

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’শোক বার্তা’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

Picture

 

গতকাল (২৪ নভেম্বর) রাত ১১.৪০ ঘটিকায় এএসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)
তার অকাল মৃত্যুতে জেলা পুলিশ, টাঙ্গাইল এর পক্ষে থেকে জনাব সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তার কর্মকালীন সময়ে ডিবি (উত্তর), টাঙ্গাইলে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানাধীন শুকুন্দী গ্রাম।
 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.