আগামী ২৮ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ ৩য় পর্যায়ে টাঙ্গাইল জেলার ঘাটাইল পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোঃ আতাউল গনি, জেলা প্রশাসক, টাঙ্গাইল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। সভায় ঘাটাইল পৌরসভা সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাচনী আচারণবিধি প্রতিপালন করার নিদের্শনা প্রদান করেন পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইল, কোম্পানী কমান্ডার, র্যাব-১২, টাঙ্গাইল, উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল), টাঙ্গাইল এবং অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা, টাঙ্গাইল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।