Apps

Picture

জিডির কার্যক্রম

জিডি কার্যক্রম

জিডি কি
পুলিশ আইনের ৪৪ ধারা ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ১৫৫ ধারার নির্দেশ পূরণের লক্ষ্যে প্রত্যেক থানায় একটি জেনারেল ডায়রী (জিডি) বই সংরক্ষন করা হয়

জন সাধারণের জন্য জিডি অন্তর্ভুক্ত বিশেষ গুরুত্ব বহন করে মূল্যবান বস্তু হারানো থেকে শুরু করে ছোট খাট বিষয়ে কথা কাটাকাটি হুমকি প্রদান কিংবা ভবিষতে কোন বিষয়ে আইনগত সুবিধা আদায়ের জন্য জন সাধারন থানায় গিয়ে জিডি করতে পারেন কোন ক্ষেত্রে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রাহক সেবার ক্ষেত্রে যেমনঃ সিম হারানো, চেক বই, পাশ বই হারানো) জিডি করার শর্ত দিয়ে থাকে

ঘরে বসে জিডির যোগ্য বিভিন্ন বিষয়ে জিডির জন্য আবেদন করতে অনলাইন জিডি অ্যাপস্ ও ওয়েবসাইট

ওয়েবসাইট লিংক-https://gd.police.gov.bd টি ব্যবহার করুন......

 

বিশেষ নির্দেশিকা :

  • আপনার হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোন বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করতে এই ওয়েব সাইট ব্যবহার করুন।।
  • সংশ্লিষ্ট থানা হতে আপনার অভিযোগের ধরন অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে এবং আপনাকে অবগত করা হবে।
  • অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নং এবং তদন্তকারী অফিসারের বিবরণীসহ আপনাকে ডিজিটাল জিডির কপি প্রেরন করা হবে।
  • অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য (আমলযোগ্য অপরাধ) হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নং সহ আপনাকে থানায় উপস্থিত থাকতে হবে।

অভিযোগ করার জন্য যা প্রয়োজন :

  • আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
  • আপনার সচল মোবাইল।
  • আপনার লাইভ ছবি।

অনলাইন জিডি অ্যাপস্‌ এবং ওয়েব পোর্টালের সুবিধা সমূহ :

  • খুব সহজে আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।
  • আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
  • আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ করতে পারবেন।
  • অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি কাউকে প্রেরন করতে পারবেন।
 
Copyright © 2023 Superintendent of police, Tangail. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.