জিডি কার্যক্রম
জিডি কি
পুলিশ আইনের ৪৪ ধারা ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ও ১৫৫ ধারার নির্দেশ পূরণের লক্ষ্যে প্রত্যেক থানায় একটি জেনারেল ডায়রী (জিডি) বই সংরক্ষন করা হয় ৷
জন সাধারণের জন্য জিডি অন্তর্ভুক্ত বিশেষ গুরুত্ব বহন করে ৷ মূল্যবান বস্তু হারানো থেকে শুরু করে ছোট খাট বিষয়ে কথা কাটাকাটি হুমকি প্রদান কিংবা ভবিষতে কোন বিষয়ে আইনগত সুবিধা আদায়ের জন্য জন সাধারন থানায় গিয়ে জিডি করতে পারেন ৷ কোন ক্ষেত্রে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও গ্রাহক সেবার ক্ষেত্রে যেমনঃ সিম হারানো, চেক বই, পাশ বই হারানো) জিডি করার শর্ত দিয়ে থাকে ৷
ঘরে বসে জিডির যোগ্য বিভিন্ন বিষয়ে জিডির জন্য আবেদন করতে অনলাইন জিডি অ্যাপস্ ও ওয়েবসাইট
ওয়েবসাইট লিংক-https://gd.police.gov.bd টি ব্যবহার করুন......
বিশেষ নির্দেশিকা :
- আপনার হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোন বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করতে এই ওয়েব সাইট ব্যবহার করুন।।
- সংশ্লিষ্ট থানা হতে আপনার অভিযোগের ধরন অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে এবং আপনাকে অবগত করা হবে।
- অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নং এবং তদন্তকারী অফিসারের বিবরণীসহ আপনাকে ডিজিটাল জিডির কপি প্রেরন করা হবে।
- অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য (আমলযোগ্য অপরাধ) হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নং সহ আপনাকে থানায় উপস্থিত থাকতে হবে।
অভিযোগ করার জন্য যা প্রয়োজন :
- আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
- আপনার সচল মোবাইল।
- আপনার লাইভ ছবি।
অনলাইন জিডি অ্যাপস্ এবং ওয়েব পোর্টালের সুবিধা সমূহ :
- খুব সহজে আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।
- আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
- আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ করতে পারবেন।
- অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি কাউকে প্রেরন করতে পারবেন।