টাঙ্গাইল জেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত
কমিউনিটি পুলিশিং ডে/২০১৯ উপলক্ষ্যে জেলা পুলিশ, টাঙ্গাইল কর্তৃক কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি /শোভাযাত্রা আয়োজন করা হয়। উক্ত র্যালি/শোভাযাত্রা টাঙ্গাইল জেলার পৌর উদ্যান হইতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে শিল্পকলা একাডেমী এসে শেষ হয়। জেলা পুলিশ, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে দিয়ে সাধারন জনগন ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল , নারীর প্রতি সহিংসতা , নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজার কে সামাজিক ভাবে বয়কট সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয়ে জনসচেতনামূলক আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।